প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২০, ০৯:৪১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 757 জনপলাশ হোসেন, সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল দশটায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পনের আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সকাল দশটায় বিভিন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উপস্থিতিতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু প্রমুখ সহ সাভারে বসবাসরত মুক্তিযোদ্ধাগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, পনেরই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিলো পাকিস্থানী শাসকদের মদদপুষ্ট কিছু সেনাকর্মকর্তা এবং নেপথ্য ভূমিকা রেখেছিলো যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি তারা। এদের অনেককে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমাও করেছিলেন দেশ স্বাধীন হবার পরে।
Facebook Comments