শিরোনাম
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২২, ০৪:৫৯ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 438 জন
 

বিনোদন ডেস্ক:‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাখ্যাত অভিনেত্রী হার্শালি মালহোত্রা। সম্প্রতি সম্মানসূচক ভারত রত্ন ড. আম্বেদকর পুরস্কার পেয়েছেন তিনি। এটি সালমান খানসহ সিনেমার অন্য কলাকুশলীদের উৎসর্গ করেছেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন হার্শালি। এতে তাকে সাদা একটি লেহেঙ্গাতে দেখা গেছে। তার হাতে একটি ট্রফি। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে হার্শালি লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য এই পুরস্কার সালমান খান, কবির খান, মুকেশ ছাবরা আঙ্কেলসহ পুরো বজরঙ্গি ভাইজান টিমকে উৎসর্গ করছি। শ্রী ভগত সিং কোশিয়ারির (মহারাষ্ট্র গভর্নর) হাত থেকে ভারত রত্ন ড. আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড।’

বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সালমানের পাশাপাশি সিনেমাটিতে হার্শালির মুন্নি চরিত্র সকলের নজর কেড়েছিল। এই চরিত্রে অভিনয় করে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ সেরা নবাগত অভিনেত্রী শাখায় মনোনয়ন পান হার্শালি। সবচেয়ে কম বয়সি অভিনেত্রী হিসেবে এই মনোনয়ন পান তিনি। এছাড়া সেরা শিশু শিল্পী হিসেবে ‘স্ক্রিন অ্যাওয়ার্ড’ পান। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে মনোনয়ন ও সেরার পুরস্কার ঝুলিতে ভরেন হার্শালি।

‘বজরঙ্গি ভাইজান’ ছাড়াও ‘কবুল হ্যায়’, ‘লট আও তৃষা’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন হার্শালি। এছাড়া টিভি ও প্রিন্ট বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মরক্কান পপ তারকা সাদ লামজারেডের ‘সালাম আলাইকুম’ গানের ভিডিওতে তাকে দেখা গেছে।

কিছুদিন আগে সালমানের সঙ্গে ফের অভিনয়ের আগ্রহ জানিয়ে এক সাক্ষাৎকারে হার্শালি বলেন, ‘আমি সালমান আঙ্কেলের সঙ্গে আবারো অভিনয় করতে চাই। এছাড়া আরো যারা সুপারস্টার আছেন তাদের সঙ্গেও অভিনয় করতে আগ্রহী। যদি চরিত্র পছন্দ হয় তাহলে অন্য যে কোনো অভিনেতার সঙ্গেই কাজ করব।’

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top