প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 397 জনসিরাজগঞ্জের তাড়াশে ইফতারের সময় নুরুল হোসেন ও সাগরী নামের দম্পতিকে ঘরে আটকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সাগরীকে বাঁচাতে এগিয়ে যান সাগরীর বাবা কোরবান আলী (৭০), ভাই আমিরুল ইসলাম (৩২), ভাইয়ের স্ত্রী আম্বিয়া খাতুন পলি (৩০)। এসময় তাদেরকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় আরও আহত হন স্কুল শিক্ষক এনামুল হক, নুরুল ইসলাম ও ডা. ওসমান গনিসহ ১০-১২ জন। আহতদের মধ্যে সাগরী, কোরবান আলী, আমিরুল ও আম্বিয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা জানিয়েছে, স্থানীয় নওশের, বিপুল ও রাজ্জাক বাহিনী এ কাণ্ড ঘটিয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments