প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২০, ০৭:২৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 642 জনসিরাজগঞ্জর কামারখন্দ উপজেলায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের মা ও চাচাকে ৫দিন করে কারাদন্ড প্রদান করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। . উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে দুই অভিভাবক কে কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত। শনিবার (৭ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার নেতৃত্বে ভাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের চাচা আব্দুল লতিফ ও মেয়ের মা’কে কারাদণ্ড প্রদান করা হয়। বাল্যবিবাহের শিকার মেয়েটি উপজেলার কোনাবাড়ি গ্রামের বদরুজ্জামানের মেয়ে (১৩)। তিনি কোনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। . এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, এক সপ্তাহ আগে প্রশাসনের অগোচরে তাকে বিয়ে দেওয়া হয়। আজকে বিষয়টি জানতে পারলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের চাচা ও মেয়ের মাকে ৫দিনের কারাদণ্ড দেওয়া হয়। এসময় মেয়ের বাবাকে খুঁজে পাওয়া যায়নি।
Facebook Comments