তরিকুল ইসলাম ( হিলি) প্রতিনিধি: পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দুর্গা পূজা সনাতন সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ এবং সুখ ও শান্তি এই কামনা করি। সম্প্রদায়ের সকল মানুষ ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে নেয়, এই প্রত্যাশা আমার। সারাবিশ্বে মহামারি করোনার এই ক্রান্তিলগ্নে, কোন বৈষম্য যেন এই দূূূূর্গা উৎসব কে ম্লান করতে না পারে সেদিকে পৌর বাসির সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সনাতন ধর্মাবলম্বীসহ পৌরবাসীর সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Facebook Comments