তরিকুল ইসলাম হাকিমপুর প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার আয়োজনে উপজেলার ছোট জালালপুর গ্রামে এই খেলার উদ্বোধন করেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উৎসুক জনতা ভিড় করেছে। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে পেয়ে গ্রামবাসী অনেক আন্দদিত।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, খেলাধুলা চলমান থাকলে যুব সমাজ কখনো মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হবে না। তিনি বলেন, দেশ ও যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাদের কে রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ সময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Facebook Comments