তরিকুল ইসলাম(হিলি) প্রতিনিধি:বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এমন প্রতিপাদ্য” নিয়ে দিনাজপুরের হিলিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমানসহ অনেকে। সভায় বক্তারা জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সফল সমবায় আত্বকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Facebook Comments