শিরোনাম
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : জুলাই, ১, ২০২০, ০৭:২২ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 364 জন
 

দিন যতই যাচ্ছে, করোনা-সংক্রমণও তত বাড়ছে।  আক্রান্তদের মধ‌্যে একাকিত্বের সংখ‌্যা বাড়ছে। এছাড়া একের পর এক কল-কারখানা ও ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া বাড়ছে কর্মহীন মানুষের সংখ‌্যাও।  এসব কারণে করোনা আক্রান্ত ব‌্যক্তি, মৃতদের স্বজন ও বেকার ব‌্যক্তিদের মধ‌্যে বিষণ্নতা আশঙ্কাজনক বাড়ছে বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।

জানতে চাইলে মনোবিদ অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, ‘করোনা মানুষকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।  অনেকে পারিবারিক ও সামাজিকভাবে সংকটের মধ্যে সময় পার করছে।  দিন যতই যাচ্ছে, এই প্রবণতাও বাড়ছে। অনেকেই কর্ম হারাচ্ছেন। এছাড়া, অনেকের কর্ম হারানোর ভীতি রয়েছে। এতে বিষণ্নতা বাড়বে। এ পরিস্থিতিতে সরকারের উচিত হবে, একটি পরিকল্পনা তৈরি করা।  সুনির্দিষ্ট ছক অনুযায়ী কাজ পরিচালনা করা। যেখানে মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি কর্মের নিশ্চয়তা থাকবে। তবে, সুস্থ থাকতে নিজেকে চিন্তামুক্ত রাখার বিকল্প নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজা খানম বলেন, ‘অনেকে করোনা আক্রান্ত হয়ে এক ধরনের একাকিত্বে সময় কাটাচ্ছে।  আবার অনেকে কর্মহীন হয়ে বেকার সময় পার করছে।  আর এসব ঘটনা একজন মানুষকে স্বাভাবিকভাবেই নানারকম দুশ্চিন্তার দিকে ঠেলে দিতে পারে। এক্ষেত্রে সবার প্রতি মানবিক আচরণ  করতে হবে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম বলেন, ‘সরকার একেক সময় একেক উদ্যোগ নিচ্ছে। কিন্তু কোনোটাই সফলভাবে বাস্তবায়ন করতে পারছে না। কারণ মানুষ ক্ষুধার্ত। তাদের মনে অস্থিরতা।  মানুষের এসব সংকটের সমাধান করতে না পারলে সামাজিক কলহের পাশাপাশি অপরাধ প্রবণতাও বাড়বে।  তাই এখনই পরিকল্পনা করতে হবে।’

ওয়েবভিত্তিক চিকিৎসা মাধ্যম ‘ডাক্তার বাড়ি’র প্রতিষ্ঠাতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. গওছুল আযম বলেন, ‘এ করোনায় বড় সমস্যা বিষণ্নতা। ’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এম এ সালাউদ্দিন কাউসার বলেন, ‘প্রথম কথা হচ্ছে—এর নিয়ন্ত্রণ অনুকূল নয় তাই।  এই ভাইরাস থেকে বেঁচে থাকতে হবে।  এর জন্য আমাদের সচেতনতা খুবই জরুরি।  দ্বিতীয়ত, আমাদের ভালো থাকার জন্য যা যা করলে সবচেয়ে বেশি ভালো লাগে সেগুলো করতে হবে। ’ এরপরও কারও বিষণ্নতা তৈরি হলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

সূত্র.রাইজিংবিডি

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top