শিরোনাম
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : মে, ৮, ২০২০, ০৮:২১ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 342 জন
 

সিরাজগঞ্জ কামারখন্দে মা ও শিশু ছেলের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা ও ছেলের নমুনা প্রতিবেদন এসেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৭ জনে। তবে এর মধ্যে দুজন ইতিমধ্যে সুস্থ্য হয়ে ফিরেছেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত মা সেলিনা বেগমের বয়স ৩৫ ও ছেলে সালমানের বয়স ৮ বছর। তারা উপজেলার হালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন সেলিম হোসেন। খবর পেয়ে ৩০ এপ্রিল ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং তাদের বাড়ী লকডাউন করা হয়। আজ সেলিমের স্ত্রী সেলিনা ও ছেলে সালমানের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বাকী দুই জনের রিপোর্ট নেগেটিভ এসেছ।   সেলিমের রিপোর্ট অপেক্ষমান রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিজ বাড়ীতে মা ছেলেকে আলাদা ঘরে থেকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

এদিকে এ দুজন দিয়ে জেলায় মোট ৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো। এর মধ্যে কাজিপুরের বাবা-ছেলে বুধবার সুস্থ্য হয়ে ফিরেছেন। এছাড়াও বেলকুচির ১ ও উল্লাপাড়ার দুজনও সুস্থ্য হওয়ার পথে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি আরও জানান, এ যাবত জেলার মোট ৪৩২ জনের নমুনা রামেকে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২০৭ জনের রিপোর্ট এসেছে। বাকীগুলো অপেক্ষমান রয়েছে।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top