শিরোনাম
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ০৮:৫৩ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 377 জন
 

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রকপে কর্মহীন পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ৩১ মার্চ ২০২০ খাদ্য সামগ্রিক বিতরণ করে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ। উক্ত কর্মসূচির আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করে সংগঠনটির সদস্য অসিত কুমার। সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক মিঠুন হালদার, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিপ্ত রক্ষিত, চিন্ময় বিশ্বাস, তন্ময় দাস প্রমূখ। বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ পূর্বে থেকেই করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আসছে। ১৭ মার্চ ২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে করোনা ভাইরাস সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আলী আজম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃষ্টি ভদ্র সিমন্তী এবং কর্মসূচির আহবায়ক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিলয় পারভেজ। পরবর্তীতে, ২৯ মার্চ ২০২০ বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আহবায়ক ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক মিঠুন হালদার। সাথে উপস্থিত ছিলেন, সংগঠনে প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, সদস্য শামীম খান জানি, অসিত কুমার, শফিকুল ইসলাম প্রমূখ। সংগঠনের সদস্যদের মতে, করোনা ভাইরাসের কারণে আজ থেমে গেছে সারাবিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশ। বিপাকে পড়েছে আমাদের দেশের নিম্ন আয়ের দরিদ্র জনগণ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছে না এই নিম্ন আয়ের মানুষেরা। তারা করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেও ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না৷ সুতরাং, সমাজের যারা বিত্তশালী তারা যদি দেশের জনগণের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়ায় তাহলে দারিদ্র মানুষের ক্ষুধা যন্ত্রণা লাঘব হবে।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top