প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২৪, ০৮:৩০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 133 জননিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানিকগঞ্জ পাড়া কবরস্থান মোড়ে অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল কতৃক আয়োজিত ক্লাস পার্টি ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম এ সময় তিনি বলেন আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে সুনামের সহিত দীর্ঘ ২১ পেরিয়ে ২২ বছরে পা রাখলো অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল। তিনি আরো বলেন আমরা লেখা পড়ার পাশা পাশি খেলা ধুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য যাতে কোন শিক্ষার্থী মোবাইলে আসক্ত না হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) এর ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামীম আহমেদ। শামীম আহমেদ তার বক্তব্যে বলেন এই স্কুলের মান আশুলিয়ার ভিতরে সবচেয়ে ভালো এবং সুনামের শহীদ তারা স্কুল পরিচালনা করে আসতেছে। হাঁটি হাঁটি পা পা করে ২১ পেরিয়ে ২২ বছরে পরলো। আমি এই স্কুলের সফলতা কামনা করছি। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম স্যার সহ সকল শিক্ষক মন্ডলীদের আরো ধন্যবাদ জানাচ্ছি অভিভাবক বৃন্দদের। সেই সাথে স্কুলের সকল শিক্ষার্থীদের দিকনির্দেশনা বক্তব্য দেন।পাশাপাশি সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করে বলেন তোমরা মোবাইল থেকে দুরে থাকো,মোবাইল গেমস, টিকটক থেকে দুরে থাকো স্যার,ম্যাডাম যেভাবে রুটিন দিয়েছে রুটিন মতো লেখা পড়া করো আশা করি তোমাদের রেজাল্ট সবচেয়ে ভালো হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক বৃন্দ ও অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।পরিশেষে দুপুরের খাওয়া দাওয়া কেক কাটা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাস পার্টি ২০২৪ সমাপ্তি করা হয়।
Facebook Comments