প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৪, ০২:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 209 জনগোলাম রসূল আশুলিয়া প্রতিনিধি
দেশে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত আটটায় শপথ নিতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনা সদরে বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দুই-একজন বেশিও হতে পারে।
বক্তব্যে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।
Facebook Comments