প্রকাশিত সময় : জুন, ৩, ২০২০, ১২:৩৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 603 জনকামারখন্দ (প্রতিনিধি) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই ফুলজোর নদীর এলাকা পরিণত হয়েছে অন্যতম অবকাশ কেন্দ্র। বিকেল হলেই ঝাটিবেলাই সহ আশেপাশের এলাকার শত শত সৌন্দর্য প্রেমীরা ভীড় জমাচ্ছেন এ এলাকায়। শত শত নারী-পুরুষ শিশু-বৃদ্ধাদের আনাগোনায় মুখরিত হয়ে উঠছে এ অঞ্চল। কেউ কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা পিছঢালা রাস্তার পাশে বাঁধের উপরে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছেন আবার অনেকে খেয়া পেরিয়ে ওপাড়ের সবুজ তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছেন। তবে সবকিছুর মূলে রয়েছে ফুলজোড় নদীর অপরূপ সৌন্দর্য। কয়েক বছর আগে ঝাটিবেলাই বাজার রক্ষাবাঁধ নির্মাণের ফলে ফুলজোড় নদীর তীরে অপরূপ ন্দর্যের অবতারণা হয়। বাঁধের সম্মূখে ফুলজোড় নদীর অগাধ জলরাশি, ওপাড়ে বিস্তৃর্ণ সবুজ গোচারণভূমি আর নদীর স্নিগ্ধ মৃদু বাতাস একেবারে হৃদয় জুড়িয়ে দেয়। এই স্নিগ্ধতা ধরা দিয়েছে সৌন্দর্য প্রেমিদের কাছে। তাই প্রতিনিয়ত জনসমাগম বেড়ে যাচ্ছে এই নতুন অবকাশ কেন্দ্রে। স্থানীয় প্রশাসন যদি এখানে আসা লোকজনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাহলেই এলাকাটি হয়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র । এমনটি প্রত্যাশা করছে এলাকার জনসাধারণ ।
Facebook Comments