প্রকাশিত সময় : মার্চ, ২২, ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 609 জনচট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় প্রায় ৭০ কেজি ওজনের একটি রহস্যময় ধাতব বস্তু আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। ধাতব এই বস্তুটি যে স্থানে এসে পড়েছে সেখানে প্রায় ১৫ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে পুলিশ এই ধাতব বন্তুটি উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুন্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সম্পা রাণী সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে একটি ৭০ কেজি ওজনের ধাতব বস্তু উদ্ধার করা হয়। এটি যে স্থানে এসে পড়েছে সেখানে প্রায় ১৫ ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে। পরে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল এবং ধাতব বস্তুটি পরীক্ষা করেছে।
এদিকে রাত ১২টার দিকে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পিআর এন্ড আইসিটি) আবু বকর সিদ্দিক জানান, এটি রহস্যময় কোন কিছুই নয়। ধারনা করা হচ্ছে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুরের কোন শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করার সময় বিস্ফোরণে এই বড় ধাতব বস্তুটি উড়ে এসে ঘটনাস্থলে পড়েছে।সূত্র:রাইজিংবিডি
Facebook Comments