প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ০৫:০৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 619 জনআফগানিস্তানে জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির নানগরহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, জানাজা শুরু হওয়ার পর এই হামলা চালানো হয়। খিওয়া জেলায় পরিচালিত এই হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এটি পুলিশের এক শীর্ষ কমান্ডারের জানাজা ছিল। এতে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও এক পার্লামেন্ট সদস্য উপস্থিত ছিলেন।
তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলা চালিয়ে থাকে।
নানগরহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরান কাদেরি জানান, অন্তত ৫০ জন নিহত বা আহত হয়েছে। হামলায় বেঁচে গেছেন পার্লামেন্ট সদস্য হজরত আলি।
Facebook Comments