প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২৪, ০৯:১৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 387 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি))
আশুলিয়া জামগড়া এলাকায় সরকার মার্কেট থেকে পাকার মাথা এখানকার রাস্তার জরাজীর্ণ বেহাল অবস্থা।
স্থানীয় জনতা ও শ্রমিক ভাই বোনেরা জানাই।দীর্ঘদিন ধরে সংস্কারের আশ্বাস দিয়েও নেই সংস্কারের কোন নাম গন্ধ,এ রাস্তা দিয়েই চলাচল করে সুনামধন্য বেশ কিছু গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা।
বিভিন্ন পেশার ভাই বোনেরা,তাছাড়া ও এ রাস্তা দিয়েই যাতায়াত করে বেশকিছু স্বনামধন্য গারমেস ও শিল্প প্রতিষ্ঠানের শিপমেন্ট এর বাড়ি যানবাহন,প্রতিনিয়ত ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের প্রচন্ড দুর্ভোগ।
অসুস্থ কোন রোগী হসপিটালে নিয়ে যেতে সিম সিম খেতে হয় স্বজনদের, এখানকার অসহায় শ্রমিক ভাইবোনদের, ও স্থানীয় জনগণের প্রানের দাবি এই রাস্তাটি দ্রুত সংস্কারের আওদায় না হোক।
Facebook Comments