প্রকাশিত সময় : জুন, ৯, ২০২০, ১২:৪৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 693 জনসাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরণে একটি দুই তলা ভবনে ধসের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৭ জন।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় জনৈক ইমনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. জিহাদ মিয়া।
তিনি জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার কাঠগড়ার উত্তরপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়েছে। এবং সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভবনের একাংশ ধসে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আহত সাতজনের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে।
সূত্র.রাইজিংবিডি
Facebook Comments