তিনি বলেন যাঁরা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মানুষকে ন্যায়বিচারের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন, তাঁরাই জনগনের প্রকৃত সেবক।
শনিবার (১৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করর্পোশন ৫৪ নং ওয়ার্ড কামারপাড়ায় কাউন্সিলরের কার্যালয় বসে তিনি এলাকা বাসীর সাথে এ মতবিনিময় করেন। তিনি বলেন তুরাগে অগ্রাধিকারের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করবো, এবং আগামী ৫ বছর ঢাকা ১৮ আসনে ব্যাপক উন্নায়নমূলক কাজ করা হবে।
সিটি করর্পোশনের সঙ্গে সমন্বয় পূর্বক সল্পতম সময়ের মধ্যে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও দেশের মানুষ তুলনামূলক ভালো অবস্থায় আছে,দেশে খাদ্য ঘাটতি দূর হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।
তিনি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মানুষের সক্ষমতা ও রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।তাই সমাজে সবাইকে সৎ আচরণ অনুশীলন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক সুবিচার নিশ্চিত করলে মানুষ শান্তিতে থাকতে পারে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তিনি উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
Facebook Comments