নিজস্ব প্রতিবেদকঃ
গোল্ডেন ড্রিম ফ্যাশন্স লিঃ ৩৪ নং ওয়ার্ড হারিকেন বাসষ্ট্যান্ড গাজীপুর সিটি কর্পোরেশন ১৭১০ ৷
মালিক গত জানুয়ারী,ফেব্রুয়ারী বকেয়া বেতন এবং মার্চ রানিং ও ঈদ বোনাস না দিয়ে গত ২০ তারিখে কারখানার সকল রেডিমেড পোশাক বের করে কারখানা তালা মেরে পালিয়েছে ৷
এমতবস্থায় শ্রমিকরা ৫ দিন আন্দোলন করে না খেয়ে অসুস্থ হয়ে আজ ৫ জন শ্রমিক হাসপাতালে ভর্তি আছে ৷ কিছু শ্রমাক সংগঠনের নেত্রীত্বে তাদের হাসপাতালে ভর্তি সহ বাকিদের খাবারের ব্যবস্থা করলেও বেতন বোনাস পাওয়ার জন্য প্রশাসন,বিজিএমইএ এবং কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কেউ কোন সাড়া দিচ্ছেনা ৷
শ্রমিক নেত্রী রোজিনা আক্তার সুমি বলেন, মালিকদের এমন আচরণ এটা নতুন না প্রতি বছর’ই তাঁরা ঈদের আগে কোন না কোন কারখানার শ্রমিকদের এভাবে যুদ্ধ করে রাজপথে আসতে হয় মজুরীর জন্য ৷আর কিছু ঝুট ব্যবসায়ী,স্থানীয় মস্তান,বিল্ডিং মালিকের বাহিনী দিয়ে শ্রমিক নির্যাতন করা হয় ৷
প্রতিমন্ত্রী নির্দেশনা যে শ্রমিক ছাঁটায় তো দুরের কথা সকলের বেতন বোনাস সঠিক সময়ে পরিশোধ করার কথা, তাহলে এই কারখানার এমন অবস্থা কেউ ব্যবস্থা নিচ্ছে না কেনো? আমরা সংগঠনের পক্ষ থেকে গাজীপুর ডিসি,ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ,মেট্রো পুলিশ,সরকারী সকল দপ্তরকে অবগত করছি আপনারা ।
এই মালিকরে ধরে এনে প্রয়োজন মেশিন বিক্রি করে আমার শ্রমিকের মজুরী পরিশোধ করুন ৷ তা না হলে এই আন্দোলন বড় ধরনের ঝামেলায় রূপ নিবে ৷ ঈদের আগে আমরা ঝামেলায় যেতে চাই না ৷
তাই সকল সংগঠনের আহ্বান আপনারা দ্রুত সমস্যার সমাধান করুন ৷
Facebook Comments