বিশেষ প্রতিনিধি: মোঃ সাইফুল ইসলাম (একা) -:ত্রাণ ও সহায়তা না পেয়ে বিক্ষোভ করেন উত্তরা ১০ সেক্টর বস্তির লোকজন। দেশে চলমান সঙ্কটে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের সহায়তা না পেয়ে বিক্ষোভ করেছে বস্তির শত শত মানুষ। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন। সোমবার সকাল ১১ঃ৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত কামারপাড়া বাস স্টেশন জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।বস্তিবাসীর অভিযোগ, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক বরাদ্দ দিলেও সিটি করর্পোরেশনের কমিশনাররা তাদের তালিকা তৈরি না করে বঞ্চিত করছে। এই অবস্থায় তারা ঘর ছেড়ে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার এস আই কাউসার এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের শান্ত করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।।
সূত্র.Channel7bd.com
Facebook Comments