প্রকাশিত সময় : মে, ১৯, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 533 জনউল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলভর্তি লরী নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বদেলুয়া নদীর ওপর সেতুর রেলিং ভেঙ্গে নদীতে পারে গেছে। এ ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। আহত হেলপার মোঃ সাদ্দাম মোল্লা (৩৫) কে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে এবং চালককে কে স্থানীয়রা সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে তার পরিচয় জানা যায়নি। আহত হেলপার শাহবাজপুরের বঙ্গপ্রসাদ গ্রামের ইসাক মোল্লার ছেলে।
মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর থেকে আসা নওগাঁগামী জ্বালানি তেলভর্তি লরী বগুড়া নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর পূর্ব পাশের রেলিং ভেঙ্গে নিচে পরে যায়। এতে তেলের ট্যাংক ফেটে যায়, এসময় স্থানীয়রা কিছু তেল সংগ্রহ করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যায়।
এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ নাদির হোসেন জানান শাহজাদপুর থেকে জ্বালানি তেল ভর্তি লরী পূর্বদেলুয়া ব্রিজের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে নদীতে পরে এঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Facebook Comments