প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২০, ০১:২৭ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 1200 জনবিশেষ প্রতিনিধি : মানিকগঞ্জ ধল্লায় এ্যাসপায়ার গার্মেন্টসে কয়েক মাস যাবত চলছে শ্রমিক ছাঁটাই। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের বিভিন্ন অযুহাতে প্রতিদিন চাকরিচ্যুতের ঘটনা ঘটছে। গত কয়েকদিন পূর্বে ঐ কারখানার শ্রমিক স্যাম্পলম্যান আলী হাসান মীর কে কয়েকটি মিথ্যা অপবাদ দিয়ে চাকরিচ্যুত করা হয়। আলী হাসান মীর কে চোর অপবাদ দিয়ে চাকরিচ্যুত করা হলে সে তার পাওনা দাবি করেন। পরে তাকে কারখানার এ্যাকাউন্টসে ডেকে নিয়ে তার হাতে তার পাওনা ২৫ হাজার টাকা পরিশোধের ভিডিও ধারণ করে টাকা কেড়ে নিয়ে বেড় করে দিলে সে উয়ান্তর না পেয়ে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দাখিল করেন। এই অভিযোগ দেয়ার পর হতে তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিলে সে আজ কয়েকটি শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ করলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানার সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, জাগো বাংলাদেশ এর শ্রমিক নেতা অন্তর আহসমেদ ও একটি অনলাইন পত্রিকার রিপোর্টার উক্ত কারখানায় গিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের সাথে কথা বললে তারা এ বিষয়ে শ্রমিক নেতাদের চুপ থাকতে নির্দেশ দেন। এ বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে ফিরে আসেন এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা বলেন। চাকরিচ্যুত শ্রমিক আলী হাসান মীর তার প্রাপ্য মজুরি চান এবং মিথ্যা অপবাদ দিয়ে চাকরিচ্যুতের বিচার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
Facebook Comments