প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 637 জনরতন হোসেন মোতালেব: ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন খাঁন। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তায় মোঃ মোশাররফ হোসেন খাঁন বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। তিনি বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে আহবান জানান। এই নেতা আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সব সময় দেশের মানুষের কথা ভাবেন। তিনি বাংলাদেশকে নিয়ে গভীর ভাবে চিন্তা করেন বিধায় দেশ আজ এতোটা এগিয়ে। বর্তমানে করোনাসহ সব দুর্যোগই আমাদের সরকার সফল ভাবে কাটিয়ে উঠছেন।
Facebook Comments