প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ০৪:৪৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 575 জনজ্বর, কাশি ও শ্বাসকষ্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমন সাউদ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আর সেই খবর শুনে তার বাবা ইয়ার হোসেনও (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সোমবার (১১ মে) সকালে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
করোনার উপসর্গ থাকায় রিমনের নমুনা পরিক্ষা করা হয়েছিল। তবে রিপোর্ট এখনও আসেনি।
রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে রিমনকে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ থাকায় কোনো হাসপাতালই ভর্তি নেয়নি। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্টঅ্যাটাক করেন তার বাবা হাজী ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৭টার দিকে তিনিও সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাবা-ছেলের করুণ মৃত্যুতে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Facebook Comments