প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ০৩:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 715 জনবিশেষ প্রতিনিধিঃ রতন হোসেন মোতালেব
মঙ্গলবার (২১ মার্চ ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের বকেয়াসহ সকল বেতন-ভাতা পরিশোধ, কারখানা বন্ধ, লে-অফ ঘোষণা ও ছাঁটাই বন্ধের দাবিতে সামাজিক দূরত্ব তা বজায় রেখে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়কারী শ্রমিকনেতা আবুল হোসাইন এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম, লাভলী ইয়াসমিন, সালেহা আক্তার শান্তনা, শামীম আরা, তপন সাহা, জাহিদুল ইসলাম বাদশা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে অনেক পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে বেআইনীভাবে বন্ধ, হাজার হাজার শ্রমিক ছাঁটাই ও লে-অফ ঘোষণা করছে। যা দনীয় অপরাধ।
নেতৃবৃন্দরা বলেন, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও সরকার নগর দরিদ্র জনগণকে রেশনিং এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন এর সাথে গার্মেন্টস শ্রমিকদেরকে এই রেশনিংয়ের আওতায় এনে তাদের জীবন-জীবিকা সুরক্ষা করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোন শ্রমিক জমায়েত না হয়ে সরকারের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
Facebook Comments