প্রকাশিত সময় : ডিসেম্বর, ১০, ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 99 জননিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষকদের সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা সদর ঝাউদিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার বার) বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলা সদর ঝাউদিয়া ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষের জীবন জীবিকা ও উপার্জনের অন্যতম মাধ্যম হলো কৃষি। আর এই প্রেক্ষাপটের কৃষকদের বলা হয় জাতির প্রান। এই কৃষকরা অনেক পরিশ্রম করে সোনার ফসল ফলানোর চেষ্টা করে এবং ক্ষুধার নিবৃত্তি ঘটায়।
কৃষকের উৎপাদিত কৃষি, পণ্য রপ্তানি হয় বিদেশে, যার ফলে বাংলাদেশ শিল্পায়নের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে । দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনীতিতে কৃষকের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যাড:নুরুল ইসলাম নুরুল সদস্য সচিব,কুষ্টিয়া জেলা কৃষক দল। আশরাফুল ইসলাম সদস্য সচিব সদর থানা কৃষক দল,কুষ্টিয়া। ডা: সাদ আলী আহবায়ক ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি কিবরিয়া সদস্য সচিব ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি আরিফুর রহমান সুমন
আহবায়ক কুষ্টিয়া জেলা কৃষক দল।
আরো উপস্থিত ছিলেন তৃনমুলের কৃষক দলের সকল সদস্য/সদস্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
Facebook Comments