প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 119 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুরে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বহুল আলোচিত ফেইসবুক পেইজ গ্রুপ কোটা সংস্কার আন্দোলন মধুপুর এর আইডি হ্যাক করা হয়েছে।
গ্রুপের এডমিন জানান, পুরো মধুপুর বাসীরা জানে, আমরা কোটা সংস্কার আন্দোলন এ কতটুকু ভুমিকা পালন করেছি এবং মানুষের আস্থা ভরসার যোগ্য ছিল আমাদের ফেইসবুক পেইজ গ্রুপ। আমাদের পাশে থেকে এতো এতো সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমরা মধুপুর বাসীর কাছে কৃতজ্ঞ। তারা আরও জানান, আমাদের গ্রুপ টা অরাজনৈতিক হওয়ার ফলে কয়েকদিন আগে থেকে আমাদের গ্রুপ টা প্রতারক চক্র হ্যাক করে তাদের আয়ত্তে নিয়ে রেখেছে। এবিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় সদস্য শিখা আক্তার জানান, আমি আমার আইডিতে পোস্ট করে এ বিষয়ে সর্বসাধারনকে সর্তক থাকার আহবান জানিয়েছি এবং মধুপুর থানায় জিডি করা হয়েছে এ নিয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, আমরা আগের গ্রুপটি প্রত্যাহার করে নতুন করে আবার মধুপুর বাসীর পাশে দাড়াবো ইনশাআল্লাহ। হ্যাক কৃত গ্রুপ থেকে কেউ যেনো কোন প্রকার প্রতারিত বা হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে সকলকে সর্তক থাকার আহবান জানান তিনি। বর্তমানে স্বপ্নবাজ নিউজ মধুপুর এ নামে একটি অরাজনৈতিক ফেইসবুক পেইজ গ্রুপ খোলা হয়েছে। এ পেইজের সাথে থাকার জন্য সকলকে আহবান জানানো হয়েছে।
Facebook Comments