প্রকাশিত সময় : অক্টোবর, ২৭, ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 175 জনমোঃ জামাল আহমেদ (খোকন) জয়দেবপুর থেকে:
গাজীপুর জয়দেবপুর ভোগরা এলাকায় মোঃ শফিকুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে আনুমানিক ১১টার সময় এঘটনা ঘটে,নিহতের স্ত্রী মাতেমাতুল জান্নাত বলেন আমি বাজার করতে গিয়েছিলাম বাজার থেকে এসে দেখি ঘরের দরজা বন্ধ অনেক ডাকাডাকির পর কোন সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখি আমার স্বামী ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
তুখন আমি চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানাই আর আমার শাশুড়িকে জানাই। তবে কি কারনে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করে কিছু জানায়নি।
ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রর্তক্ষ্যদর্শারা জানিয়েছেন এরা নতুন ভাড়াটিয়া মাত্র আসটো দিন হলো এসেছে আমরা ভাল ভাবে কিছু জানি না এরা স্বামী – স্ত্রী স্থানীয় একটি বোরকা ফ্যাক্টরিতে কাজ করে ।
নিহতের গ্রামের বাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট বাহিশিমুল গ্রামে মোঃ আনছার আলীর ছেলে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
Facebook Comments