প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২০, ০১:৪৬ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 696 জনপলাশ হোসেন, সাভার প্রতিনিধিঃ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক নয়ন আহমেদ দেশের সকল পোশাক শ্রমিকদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন দেশের করোনাকালীন আর বন্যার এই পরিস্থিতিতে অধিকাংশ গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেনি। পুরো মাস কাজ করায়েও মালিকরা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। অনেক কারখানা শ্রমিকদের জুলাই মাসের কাজের মাত্র ১৫দিনের মজুরি দিয়েছে আবার অনেক কারখানায় শুধু নাম মাত্র কিছু শ্রমিককে বোনাস দিয়ে বেতন ছাড়াই ছুটি দেয়া হয়েছে যা অত্যান্ত অমানবিক ও নীল চাষের মত আচরণ। মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা এলাকার এ্যাসপায়ার গার্মেন্টসের শ্রমিক মীর কে জোরপূর্বক চাকরিচ্যুত করে মজুরি পরিশোধের ভিডিও ধারণ ও জোরপূর্বক বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে মজুরি কেড়ে নিয়ে বের করে দেয়া হয়েছে এবং ঐ কারখানায় ঈদের ছুটি দিয়ে শ্রমিকদের মোবাইলে কল করে ঈদের পরে আর আসার দরকার নাই বলে জানানোর অভিযোগ আছে। সাভারের তেঁতুলঝোড়ার কেএম ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় রমযানের ঈদ ও এই ঈদুল আজহায়ও কোন বোনাস দেয়া হয়নি। সাভারের ডার্ড গার্মেন্টসের শ্রমিকদের জুলাইয়ের হাফ বেতন ও বোনাস দিয়েছে। এ অঞ্চলের অন্যান্য কারখানাগুলোতেও একই পরিস্থিতিতে শ্রমিকরা হতাশ হয়ে বাড়ি ফিরছে। শ্রমিকদের নিরাপদে বাড়ি ফিরতে ও নিজের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতেও তিনি আহবান জানিয়েছেন।
Facebook Comments