প্রকাশিত সময় : জুন, ১, ২০২০, ০৯:০৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 899 জনবিশেষ প্রতিনিধি : মানিকগঞ্জের এ্যাসপায়ার গার্মেন্টস এর শ্রমিক দম্পতি ওয়াবাদুর-সেলিনা কে গত ২৭মে চাকরিচ্যুত করেছিলো কারখানা কর্তৃপক্ষ। তাদের অপরাধ ছিলো তারা টিভিতে সরকারী ঘোষণা শুনে ঈদের আগে বাড়ি থেকে ঢাকা তাদের কর্মস্থলে উপস্থিত হননি। ২৭মে ঈদ পরবর্তী কারখানা খোলার দিনে চাকরি হারানোর পরে তারা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানার সাধারণ সম্পাদক নয়ন আহমেদ এর সাথে যোগাযোগ করলে নয়ন আহমেদ বিষয়টি সরাসরি এ্যাসপায়ার গার্মেন্টস মালিকের সাথে শেয়ার করে। এবং তাদের চাকরি বহাল করার আহবান করেন। পরে ঐ শ্রমিক দম্পতির চাকরি বহাল করে মালিক কর্তৃপক্ষ। আজ ১লা জুন ঐ শ্রমিক দম্পতি চাকরি ফিরে পায়। এছাড়াও ঐ কারখানার আরো এক শ্রমিক তার মজুরি পান।
Facebook Comments