প্রকাশিত সময় : ডিসেম্বর, ১০, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 83 জনবাবুল রানা জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার(৯ডিসেম্বর) বিকেলে ভুটিয়া গ্রামে অনুষ্ঠিতব্য এ দোয়া মাহফিলের আয়োজন করেন, গোপালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং অত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান।
মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং কারিগরি বেসরকারি শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, থানা ছাত্রদলের সভাপতি রোমান আহম্মেদ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রোমান, উপজেলা জনতা দলের সভাপতি জাকির আহমেদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ লেলিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শহর ছাত্রদলের সভাপতি রোমান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরকার সোহেল সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী এ্যাড. আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধোপাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দীন।o
Facebook Comments