প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২০, ১২:১৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 810 জনমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন আবারও জয়ের আশা ব্যক্ত করে বলেছেন, জয় আমাদের হবেই। জয়ের পথেই আমরা এগিয়ে যাচ্ছি।
নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১১টায় এক ভাষণে এ কথা বলেন তিনি।
বাইডেন বলেন, আমরা যুক্তরাষ্ট্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। এবারের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছি। যা যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের সব রেকর্ড ভেঙেছে। বন্ধুরা, আমি শতভাগ আশাবাদী এই নির্বাচনে আমরা জয়ী হতে যাচ্ছি। এই বিজয় আমার একার না। এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের। এই বিজয় গণতন্ত্রের। আমরা জেতার পর কোনো নীল রাজ্য থাকবে না, কোনো লাল রাজ্য থাকবে না, শুধু থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
Facebook Comments