শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের হস্তক্ষেপে বখাটেদের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটে ২৬ আগষ্ট বুধবার বিকালে উপজেলার বাকাকুড়া পাহাড়ে। ওই স্কুল ছাত্রী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ী কামারপাড়া গ্রামের কৃষক পরিবারের কন্যা ও অষ্টম শ্রেনীর ছাত্রী। ওই ছাত্রী জানায়, ঘটনার দিন দুপুরে প্রাইভেট শেষে ইজিবাইকে করে বন্ধুকে নিয়ে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে আসে। অবকাশ কেন্দ্রের অদুরে বাকাকুড়া এলাকার বনের মাঝে এলে কতিপয় বখাটে ইজিবাইকের পথরোধ করে বন্ধুকে মারধর করে। এসময় ওই স্কুল ছাত্রীর বন্ধু পালিয়ে প্রাণে রক্ষা পায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক খবর পেয়ে গজনী অবকাশ কেন্দ্রের টহলরত পুলিশকে ঘটনাটি অবহিত করলে থানার এসআই সায়েদুল ইসলাম সঙ্গী ও ফোর্সসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে বখাটেদের হাত থেকে ওই স্কুল ছাত্রীকে রক্ষা করে। পরে ওই স্কুল ছাত্রীর অভিভাবককে ডেকে এনে মেয়েকে তার হাতে তুলে দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ারে ভাসছে পুলিশ।
Facebook Comments