মেহেদী হাসান (মাসুম), শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে শারদীয় দূর্গাপুঁজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন লক্ষে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার থানা কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মালিঝি কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন দোলা, পূঁজা উদযাপন কমিটির সহসভাপতি কমল হাজং, রতন চন্দ্র বর্মন, বিকাশ চন্দ্র বর্মন প্রমূখ। এ মতবিনিময় সভায় স্হানীয় সাংবাদিক ও উপজেলার ১৭ টি পূঁজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
Facebook Comments