প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২০, ০৭:৩৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 217 জনমেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে হস্তান্তরের অপেক্ষায় প্রধানমন্ত্রীর দেয়া নাজিম উদ্দিন ফকিরের বাসভবন।১৬ আগষ্ট রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভবনটি নাজিম উদ্দিন ফকিরকে হস্তান্তর করা হবে। নাজিম উদ্দিন ফকির উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়, নাজিম উদ্দিন ফকির একটি সরকারী ঘর পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোন কাজ হয়নি। পরে তিনি একটি ঘর নির্মানের জন্য ভিক্ষাবৃত্তি করে ১০ হাজার টাকা সঞ্চয় করেন। ইতোমধ্যেই দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মহামারী আকার ধারন করে। এলাকায় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় ত্রান তহবিল। বিত্তবানদের দেয়া অর্র্থে কর্মহীনদের মাঝে ত্রান বিতরন করা হয়। এসময় নাজিম উদ্দিন ফকিরের ঘর নির্মানের জন্য জমানো অর্থ ঝিনাইগাতী উপজেলা ইউএনও’র ত্রান তহবিলে দান করেন। সংবাদটি মিডিয়ায় ভাইরাল হয়ে পরে। দৃষ্টিতে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন ফকিরকে পুর্নবাসনের জন্য শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবকে নির্দেশ দেন। উক্ত নির্দেশে জেলা প্রশাসক আনার কলি মাহবুব নাজিম উদ্দিন ফকিরের বাড়িতে একটি ঘর ও গান্ধিগাঁও বাজারে একটি দোকান ঘর নির্মান কাজ শুরু করেন। ইতিমধ্যেই নাজিম উদ্দিন ফকিরের বাসভবন ও দোকান ঘরটির নির্মান কাজ সম্পন্ন হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে ভবনটি নাজিম উদ্দিন ফকিরকে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে নাজিম উদ্দিন ফকির খুশিতে আত্মহারা। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পবিত্র কাবা ঘর তাওয়াফ করার জোর দাবি জানান।
Facebook Comments