প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ০৭:০০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 587 জনপ্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) বৃহস্পতিবার সকালে টঙ্গীতে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গী স্টেশন রোড, মিলেগেইট, চেরাগ আলী ও হোসেন মার্কেট এলাকায় মহাসড়কের দু‘পাশে অবরোধ করে রাখে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি ভাংচুর ও একটি কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জিএমপি’র পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বিসিকের প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস্ ও রেডিসনসহ আরও তিনটি কারখানায় শ্রমিক কাজ করলেও আজ সকাল থেকে বেতন ভাতা না দিয়ে করোনা মহামারির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানা বন্ধ ও খোলার সঠিক তথ্য না পেয়ে শ্রমিকরা এ আন্দোলন শুরু করে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালীন সময় যে সকল শ্রমিকরা কারখানায় কাজ করতে পারেননি, শ্রম আইন অনুযায়ী সে সকল শ্রমিকদের বেতনের ৬০ শতাংশ পরিশোধের নির্দেশনা দিয়েছেন কারখানা মালিকদের।
Facebook Comments