প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৪, ০১:১০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 85 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র (পঁচিশ মাইল) এলাকার মৃত মুসলিম উদ্দিন (মান্দু মেম্বার)এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন (৪৫) ডাকাতদের আক্রমণে নিহত হয়েছে এবং আহত হয়েছে ছেলে পিয়াস আহমেদ (১৯)।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮ টার দিকে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের এক দফা দাবিতে সরকার পতনের পর আনন্দের সাথে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মধুপুরে রওনা হন বাবা মোকাদ্দেস ও ছেলে পিয়াস।
টাঙ্গাইল শহরের রামনা বাইপাস এলাকায় এসে পৌঁছালে ডাকাতদের আক্রমণের শিকার হন তারা। ডাকাতদের হাত থেকে ছেলে পিয়াসকে বাচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মোকাদ্দেস। ডাকাতদল তার সাথে থাকা মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ-সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে পিয়াসকেও গুরুতর আহত করে তারা।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোকাদ্দেসকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
সরকার পতনের আনন্দ উল্লাসে বাড়ি ফেরার স্থলে তার মৃত্যুতে আজ এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। রাত ১১টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে এলে এলাকায় মানুষের ঢল নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
Facebook Comments