প্রকাশিত সময় : নভেম্বর, ৪, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 741 জনগীতি গমন চন্দ্র রায় গীতি(ঠাকুরগাঁ) থেকে:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার দুপুরে একদল মিছিলকারী ব্যানার নিয়ে মানববন্ধন করেন পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে। মানববন্ধনের ব্যানারে লিখা রয়েছে।বাসায় ডেকে নিয়ে অন্যায়ভাবে মারধর,হুমকির প্রতিবাদে ও শাস্তির দাবীতে ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রশাসনিক দপ্তরে প্রদান করেন। জানা যায়,৬ নং ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব নির্বাচনে ভোটারদের মন জয় করতে মনোনয়ন পত্র জমা দানের উদ্দেশ্যে ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের ভোটার দের আমন্ত্রণ জানান তার বাস ভবন এলাকার চাটালে সে অসংখ্য জনতার ভিড় জমে উঠে।সে সময় একটি বিষয়কে কেন্দ্র করে তিলথেকে তাল হয়।পরে এবিষয়ে নিয়ে গোটা ইউনিয়নে তোলপার হলে বুধবার তারই সূত্র নিয়ে পীরগঞ্জে মানববন্ধন করে।প্রচারে ৬ নং ইউনিয়নবাসী। মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা প্রশাসনিক দপ্তরে লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সাংবাদিক কে বলেন মানুষ যদি এসব করে থাকে আমি এখন কি করবো।
Facebook Comments