প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 467 জনগীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দিক নির্দেশনায় গত মঙ্গলবার ভুল্লী থানার অন্তর্ভুক্ত ৬ নং আউলিয়া পুর ইউনিয়নের কেয়ারীগাঁও গ্রামের মাদক ব্যাবসায়ী মোঃআব্দুল খালেকের পুত্র মোঃজামাল উদ্দিন (৫০) কে তার বাড়ির সামনের রাস্তা থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা এবং পরবর্তীতে ভুল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এবং পীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ৩নং খনগাঁও ইউনিয়নের লোহাগাড়া চাঁদপুর গ্রামের গ্রামীণ ব্যাংকের পশ্চিম পার্শ্বেসালেহীন ইসলাম রিদয়ের বাড়ীর আঙিনার ভিতর থেকে ৩০ পিচ ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ চাঁদপুর গ্রামের মৃত বিরুল ইসলামের পুত্র সালেহীন ইসলাম রিদয় (২১),চাদপুর (পুকুরপাড়া) গ্রামের মামুনুর রশিদের পুত্র মোঃসাকিব হাসান (২১)২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের রাঘবপুর গ্রামের রশ্মি চন্দ্র রায়ের পুত্র সম্রাট চন্দ্র রায়(১৯)কে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে মাদকদ্রব্যা আইনে মামলা করা হয় এছাড়া ঠাকুরগাঁও সদর থানার অন্তর্ভুক্ত ১১নং মোহাম্মদ পুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের ফেরসাডাঙ্গী বাজার এলাকার শফিউদ্দিন পাড়ার ডিপ টিউবওয়েল পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ১০০ গ্রাম শুকনো গাজা সহ গিলা বাড়ী গ্রামের মৃত মহিরউদ্দীনে পুত্র আব্দুল মোতালেব (৩০)কে গ্রেফতার করা হয় এবং পরবর্তী তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা।
Facebook Comments