প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 898 জননিজস্ব প্রতিবেদক: বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস জনমনে যেমন ভীতির সৃষ্টি করেছে,তেমনি গরীব অসহায় মানুষের জীবনে এনে দিয়েছে চরম দুর্ভোগ।দিন মজুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছে প্রতিনিয়ত। সারা দেশে হাজারো সেচ্ছাসেবী সংগঠন নিজ নিজ উদ্দ্যেগে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে চেষ্টা করছে অসহায় মানুষের। তেমনি গত ২৭ শে মার্চ শুক্রবার এবং ২৮ মার্চ শনিবার ঢাকা সোশ্যাল ক্লাব(Dhakha social Club) এর প্রতিষ্ঠাতা মাশরাফি সরকার মঈন,রিফাত শাহনেওয়াজ এবং ইভেন্ট অর্গানাইজার মোহাম্মদ রাজ মুন্সি এবং কিছু বন্ধুর সহযোগিতায় ঢাকার ১ ও ১০ নম্বরে ৫০০ শত অসহায় দিন মজুর,রিকশা চালককে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল, লবণ,তেল,পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।তাদের এ মহতি কার্যক্রম কে এলাকার লোকজন স্বাগত জানিয়েছে।
Facebook Comments