প্রকাশিত সময় : জুলাই, ২২, ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 627 জননিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসন একটি গুরুত্বপূর্ন স্থান। এই আসনটি তুরাগ,দক্ষিনখান , উত্তরখান, ডুমনী ,ভাটারা , উত্তরাপূর্ব ও উত্তরা , খিলক্ষেত থানা এলাকার সিমানাগুলো নিয়ে ঘটিত। এই আসনে যারা নির্বাচন করেন, আন্দোলন সংগ্রাম করার সময় বিপদে-আপদে এগিয়ে আসেন স্থানীয় সিনিয়র নেতারা । এই সব নেতা কর্মীদের সুখে-দু:খে তখন তারাই পাশে থাকেন। তাই সু-দিনের অভিভাবক থেকে দুর্দীনের অভিভাবক অত্যান্ত গুরুত্বপূর্ন। তেমনই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দক্ষিনখান আদর্শ ইউয়িনের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম. তোফাজ্জল হোসেনের ঢাকা – ১৮ আসনে এমপি হিসাবে বিকল্প নাই। বিভিন্ন বিষয়ে আন্দোলন করে নেতা কর্মীদের ছায়া দিয়ে দলকে সু-সংগঠিত করে রেখেছেন এই ত্যাগী নেতা । সেই সৌরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ৯০ দশক এর গন-আন্দোলন, বিএনপি জামাত জোট সরকার আমলে এই ত্যাগী নেতার ভূমিকা ছিল অত্যান্ত প্রশংসনীয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সাবেক ঢাকা-৫ , বর্তমানে ঢাকা -১৮ এ্যাডভোকেট সাহারা খাতুন ব্যাতিত স্থানীয় কেউই এমপি হয়নি । সাবেক ঢাকা-৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমপি হয়েছিলেন । খালেদা জীয়া এমপি হয়েছিলেন । এই দুটি দলের প্রধান এমপি হওয়া সত্বেও এলাকার কোন উন্নয়ন হচ্ছিল না । বর্তমানে ঢাকা -১৮ আসনের স্থানীয় তৃনমূল থেকে উঠে আসা এমন একজনকে এই উপনির্বাচনে মনোনয়ন দেয়া হোক । হাইব্রিড , অসৎ , ব্যবসায়ী , টাকার কাছে বিক্রি না হয়ে সত্যিকারের জনদরদি ও মেহনতি মানুষের বন্ধু , বিপদে-আপদে যেন সব সময় কাছে পাই ,জনগনের জন্য সব সময় দরজা খোলা থাকে এমন একজন ব্যক্তিকেই যেন মনোনয়ন দেয়া হোক । এক সময় প্রথমে বঙ্গবন্ধু , পর্যায়ক্রমে ড:কামাল , ড: আব্দুর রউফ , রহমতুল্লাহ ,কামরুল , আবার রহতুল্লাহ , তারপর আবার কামরুল , এরপর সর্বশেষ এ্যাডভোকেট সাহারা খাতুন । ওই সময় তেমন কোন উন্নয়ন হয়নি । কিন্তু এ্যাডভোকেট সাহারা খাতুন সার্বিক চেষ্টা করেছেন ঢাকা -১৮ আসনকে উন্নয়ন করার জন্য । তিনি আরো বলেন , বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজনীতি করি । তার যে স্বপ্ন ও আশা ছিল ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি রাজনীতি করি । তিনি আবহমান জনগনের জনকল্যাণে সব সময় কাজ করে গেছেন । আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশকে যেমন ভালোবাসি ,তেমনি দেশের মানুষকে ভালোবাসি । এই ভালোবাসার মধ্যে দিয়েই জনগনের বিপদে আপদে সব সময় পাশে আছি এবং থাকব । ঢাকা -১৮ আসনের প্রতিটি ওয়ার্ডকে এক-একটি মডেল ওয়ার্ড করতে চাই । প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট , খালবিল, খেলার মাঠ , মসজিদ , ঈদগাহ মাঠ ,বিনোদন পার্ক , হাসপাতাল ,ভালো একটি কবরস্থান থাকবে। এই আসনের প্রতি ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সভ্য সমাজ উপহার দিতে চাই । মিথ্যা আশ্বাস দিয়ে রাজনীতি করতে চাই না । এগুলো আমাদের চাওয়া পাওয়া । কাজের কোন শেষ নেই। জনগন আমার পাশে থাকলে ঢাকা -১৮ আসনে অসমাপ্ত কাজগুলো নিজের দায়িত্ববোধ থেকে করতে চাই । আজকে দেশে যে পরিস্থিতি , এই মহামারী সময়ে কে কখন চলে যায় কেউ বলতে পারবে না । আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এটাই আমার কাম্য । তিনি বলেন , ঢাকা -১৮ আসনে দল থেকে যাকেই মনোনয়ন দিবে আমরা তাকেই মেনে নিব এবং তার নেতৃত্বে আমরা চলব । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি আমার এমকটাই আহ্বান হাইব্রিড নেতাদের যেন মনোনায়ন না দেয়া হয় । হাইব্রিড নেতাদের মধ্যে যদি মনোনায়ন দেয়া হয় তাহলে সংগঠন বাঁচবে না , নেতৃত্বহীন হয়ে পড়বে এই দলটি।
Facebook Comments