প্রকাশিত সময় : মে, ১৯, ২০২০, ০২:০৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 487 জনসুনামগঞ্জ (প্রতিনিধি) তাহিরপুর উপজেলার লোহাজুরী ছড়ারপাড়-ডালারপাড় গ্রামের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের দ্বারা গঠিত “রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদ”-এর উদ্যোগে আজ সকাল থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১১০ জন পরিবারের মধ্যে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার সয়াবিন তেল,১ কেজি ডাল দেয়া হয়েছে।করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারীর কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রবল খাদ্যাভাব।এসব হতদরিদ্র মানুষদের সামান্য ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি।ত্রাণ সহায়তা কার্যক্রমে উক্ত সংগঠণটিকে আর্থিকভাবে সাহায্য করেছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠণ। আজ সকালে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ মস্তুফা সাহেব,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জামাল মিয়া, বিল্লাল হোসেন,রহিস মিয়া,ফরিদ মিয়া,মোতালীব মিয়া,বুরহান উদ্দিন ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এ,কে,এম জালাল উদ্দিন। রেঁনেসা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠণের সভাপতি জনাব আল আমিন সিকদার,সাধারণ সম্পাদক সেলিম মিয়া।সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক সায়মন রাহুল,ফরজে এমরান,আজিজুল হক,উজ্জল মিয়া,ওয়াহিদ মিয়া,ইকবাল,জিন্নাহ,কাদির মিয়া,সাগর,জুয়েল,রিপন,সেলিম মাহমুদ,হালিম মিয়া প্রমুখ।
Facebook Comments