সুনামগঞ্জ প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা বাসীর সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, আলহাজ্ব আবুল হাসনাত খাঁন কাজল । তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্তশুদ্ধি লাভের একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। তিনি আরো বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যাক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্ববান জানিয়েছি । এই সিয়াম সাধনার মাস রমযানের শেষে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতরে তাহিরপুর উপজেলা বাসী সহ সমগ্র বাংলাদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছিলেন আলহাজ্ব আবুল হাসনাত খাঁন কাজল।
Facebook Comments