প্রকাশিত সময় : মে, ১৯, ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 693 জনসুনামগঞ্জ( প্রতিনিধি:)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি কবির ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১বছরর জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টায় সজিব ওয়াজেদ জয় পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি আরাবি রহমান সোহাগ,সাধারন সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত দলীয় পেডে এই অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হল, সিনিয়র সহ-সভাপতি শাহারিয়ার হাসান,ওবায়দুর রহমান সৈকত,সহ সভাপতি রবিউল আওয়াল রবিন, সুজন আহমেদ, মিসবাউল ইসলাম স্বাধীন, আরিফ তালুকদার, ইফতেকার আহমেদ শাহী, যুগ্ম সাধারন সম্পাদক সজিব আহমেদ, শাহারিয়ার আহমেদ মিসবাহ, আবুবক্কর সিদ্দিক, মনুয়ার হোসেন সূর্য, জিহাদ, নাহিদুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন শিপন, মিনহাজুল ইসলাম মাহিম, শাকিব আহমেদ, সজিব আহমেদ, অপু তালুকদার, আশহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোজাহিদ আলম,তথ্য ও গবেষণা সম্পাদক মাহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক জহুর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাতুল ইসলাম,সহ সম্পাদক সাইফুল ইসলাম, মিন্নত আলী, সদস্য নবি হোসেন, আদিল আহমেদ, শহিদুল ইসলাম ও অমিত হাসান।
সংগঠনের ভবিষৎ পরিকল্পনার বিষয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, সজীব ওয়াজেদ জয় পরিষদ মূলত ছাত্র ও পেশাজীবী মেহনতি মানুষের একটি আদর্শিক সংগঠন। আমরা আশা করবো তাহিরপুর উপজেলার শাখা কমিটির মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রমকে গতিশীল এবং প্রানবন্ত করে তুলবে।
এটি একটি সামাজিক সংগঠন। এর হাত ধরে আমরা সমাজের উন্নয়নমূলক কর্মসূচিতে মিলেমিশে কাজ করতে চাই। আগামীতে তাহিরপুর উপজেলা কে বাংলাদেশের ডিজিটাল উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরি শেষে তিনি বলেন, শিক্ষা, শান্তি, একতা, প্রযুক্তি, সজীব ওয়াজেদ জয় পরিষদ এর মুল নীতি
Facebook Comments