প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৪, ২০২১, ০৩:১৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 725 জনঅনলাইন ডেস্ক: নিহত শফিউল্লাহ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে।
নিহত শফিউল্লাহ ডিএমপির উত্তরা বিভাগের তুরাগ থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এ দু্র্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। দু্র্ঘটনা কবলিত প্রাইভেটকারটি ধুমড়ে মুছড়ে গেছে।
নিহত শফিউল্লাহর আত্নীয় মো, নাসিম সকালে বিষয়টি নিশ্চিত করে জানান,
তুরাগ থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন মোঃ, শফিউল্লাহ। তার পিতার নাম আজিজুল হক। দুই কন্যা ও এক পুএ সন্তানের জনক ছিনেন তিনি।
তিনি আরো জানান, শফিউল্লাহ বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করেন। আর সাড়ে তিন বছরের একটি পুএ সন্তান রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার সকালে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে ওসি (তদন্ত) মোঃ শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজস্ব প্রাইভেট কার নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় নিজ বাসায় যাচ্ছিল।
এসময তার বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌছাইলে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলে মারা যায় ওসি শফিউল্লাহ। এসময় আহত হন তার গাড়ি চালক মোঃ সাগর। পরে দু্র্ঘটনা কবলিত ট্রাকটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।
ওসি মেহেদী হাসান আরো জানান, ২০০৫ সালে মোঃ শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআাই) হিসেবে যোগদান করেন। সবশেষ তুরাগ থানার ওসি (তদন্ত) হিসেবে তিনি কর্মরত ছিল।
Facebook Comments