প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৪, ০৬:০১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 647 জনতুরাগে ধউর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে হাসান (২১) নামে এক যুবককে গত ২২- ০৩ – ২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ১০টার সময় ধউর সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে ১০/১২ জন মিলে পূর্বপরিকল্পিত ভাবে লাঠিসোটা নিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করে।
হত্যার উদ্দেশ্যে ধারাল খুড় দিয়ে গলায় আঘাত করে,রক্তাক্ত গুরুতর আহত অবস্থায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এসময় উপস্থিত থাকা রায়হান নামে এক যুবককে চাকু দিয়ে পিঠে ঘাই মেরে রক্তাক্ত করলে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় আহত হাসানের বাবা আবুল কালাম (৪৫)বাদী হয়ে ১০ জনকে আসামী করে তুরাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।এপর্যন্ত মামলার তিনজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে তুরাগ থানা পুলিশ।এর আগে দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দিলে তারা জামিনে ছাড়া পেয়ে ঘুড়ে বেড়াচ্ছে।পরে তুরাগ থানা চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর এস এম মানিক মাহমুদ,ধউর এলাকায় গত ২২-০৫-২০২৪তারিখে অভিযান চালিয়ে ৩নং আসামী ফাহিমকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
Facebook Comments