প্রকাশিত সময় : এপ্রিল, ১৯, ২০২০, ০৮:০৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 636 জননিজস্ব প্রতিবেদকঃ রাজধানী তুুুুরাগে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেকেয়া বেতন-ভাতা দেই-দিচ্ছি বলে ঘুরাচ্ছে। এরমধ্যে আবার করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আন্দোলন করতে বাধ্য হচ্ছি।
শ্রমিক রোজিনা বেগম জানান, গত মাসে কয়েক দফায় তাদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু দেই-দিচ্ছি করে বেতন দেওয়া হয়নি। দীর্ঘদিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাসার মালিক ও দোকানিরা পাওনা টাকার জন্য তাদের চাপ দিচ্ছেন।
শ্রমিকরা দিশেহারা হয়ে রাস্তায় নেমে এলে আইন শ্রীঙ্খখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন,বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে কথা বলবেন বলে শ্রমিকদের আশসস্ত করলে বিক্ষিপ্ত শ্রমিকরা বাসায় ফিরে যায়।
বিষয়টি নিশ্চিত করে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। এর স্থানীয় এক শ্রমিক নেতা নাজমুল হাসান জানান, পোশাক কারখানায় শ্রমিকরা অসন্তোষ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
Facebook Comments