প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২০, ০৭:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 223 জনরোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
আইইডিসিআরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ২৯২ জনে। এর মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং বাকি ২৯ শতাংশ নারী।
একইভাবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের। যার মধ্যে ৭৭ শতাংশ পুরুষ এবং বাকি ২৩ শতাংশ নারী।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, পুরুষের মৃত্যু বেশি হওয়ার কারণের বিষয়ে কোনো গবেষণা নেই। এর কোনো সুনির্দিষ্ট কোনো কারণও নেই। যেহেতু পুরুষরা বাইরে বেশি যান, সে কারণে তারা বেশি সংক্রমিত হতে পারেন। এর বাইরে পুরুষের তুলনায় নারীরা সর্তকও বেশি থাকেন।
শুধু বাংলাদেশেই এ চিত্র নয়, সারা বিশ্বেই একই অবস্থা। করোনা ভাইরাসের তথ্য প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এক পরিসংখ্যানে দেখা যায়, মৃতদের মধ্যে ৬১ দশমিক ২ জন পুরুষ এবং বাকি ৩৭ দশমিক ৮ জন নারী।
এ বিষয়ে বাংলাদেশের কোনো গবেষণা না থাকলেও অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাপ্তাহিক স্বাস্থ্য জার্নাল ইউরোপিয়ান হার্ট জার্নালে এ বিষয়ে একটি গবেষণা তথ্য পাওয়া গেছে।
যাতে বলা হয়েছে, পুরুষের শরীরে বিশেষ এক ধরনের এনজাইম বেশি মাত্রায় থাকায় তাদের মৃত্যুহার বেশি। এনজাইমটি করোনা ভাইরাসের অনুকূলে কাজ করায় ভাইরাসটি প্রবলভাবে পুরুষের শরীরের কোষগুলোকে আক্রমণ করে। অপরদিকে নারীর শরীরে এই এনজাইমের পরিমাণ পুরুষের চেয়ে অনেক কম থাকায় করোনায় তাদের মৃত্যুহার কম।
Facebook Comments