প্রকাশিত সময় : জুন, ১, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 489 জনগোলাম রসুল (আশুলিয়া) প্রতিনিধি:
দেশের শিল্প কারখানা, গার্মেন্ট সেক্টর থেকে, মুখ ঘোরাতে শুরু করেছে,অসংখ্য সেলাই শ্রমিক,দেশে দক্ষ শ্রমিকের সংকট, বেড়েই চলেছে,
উন্নত জীবনের তাগিদে গার্মেন্ট সেক্টরের শ্রমিক ভাই-বোনেরা ফ্রি ভিসায় পাড়ি জমাচ্ছেন জর্ডান সহ পৃথিবীর বিভিন্ন দেশে।
বেশ কিছু শ্রমিক ভাই বোনদের সাথে কথা বলে জানা যায় , দেশের শিল্প কারখানা থেকে মুখ ঘোরানোর কারণ,
নিম্ন মজুরি, নিম্নমানের জীবনযাত্রা, শ্রম দিতে হচ্ছে বছরের পর বছর, নেই জীবন যাত্রার কোন উন্নতির লক্ষণ।
দেশে গার্মেন্টস সেক্টরে অধিক ডিউটি নিম্ন বেতন কাঠামো, নিজেদের জীবন চলাতে হিমশিম খাই তারা, তাই উন্নত জীবনের তাগিদে একটু ভাল থাকার জন্য দেশ ও আত্মীয়-স্বজন ছেড়ে পাড়ি জামাচ্ছে বিদেশের মাটিতে, বর্তমান কর্মরত শ্রমিকরা আকুল আবেদন জানিয়েছেন যেন সরকার ও মালিকরা একসাথে শ্রমিকদের শ্রমের গুরুত্ব ও মূল্যায়ন করেন।
Facebook Comments