প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 411 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি))
কিছুদিন আগে এই রাস্তা নিয়ে দৈনিক শ্রমজীবীর কন্ঠ, খবর প্রকাশিত হয়। শিরোনাম ছিল আশুলিয়া জামগড়া সরকার মার্কেট থেকে পাকার মাথা রাস্তার বেহাল দশা, খবর প্রকাশ হওয়ার পরপরই রাস্তাটির কাজ শুরু করেন।
আজ ০৯/০৭/২০২৪ মঙ্গলবার এ রাস্তারকাজ উদ্বোধন করে, স্থায়ী ইউপি চেয়ারম্যানশামীম আহমেদ সুমন ভুইয়া।
এসময় উপস্থিত ছিলেন আর অন্যান্য নেতাকর্ম,স্থানীয় লোকজন।
রাস্তাটি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন বয়োবৃদ্ধ সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা। বর্ষা মৌসুমে অটো, সিএনজি, রিকশা, সাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এই রাস্তা নির্মাণ কাজ শুরু করার জন্য কিন্ডারগার্ডনের কোমলমতি শিশু স্কুল কলেজর ছাত্র ছাত্রী সহ শ্রমজীবী ভাই-বোনেরা জানান, এটা ছিল তাদের প্রাণের দাবি, তাই ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়া কে অসংখ্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানকার সাধারণ জনগণ।
অত্র এলাকার যাতায়াত একমাত্র সড়ক এটি। কিন্ত দুঃখজনক হলেও সত্যি যে,এতোদিন সংশ্লিষ্টরা কেউই এই সড়কের দিকে নজর দেননি। আর এই নজর না দেওয়ার কারণে ৪-৫ টি গ্রামের শ্রমজীবী ও সাধারণ মানুষসহ প্রায় লক্ষাধিক মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
এলাকার বাসিন্দারা বলেন, রাস্তাটির কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছি আমরা। বিভিন্ন স্থানে যাতায়াতে যেমন সমস্যা হয়েছে, মসজিদে যেতেও ভোগান্তি পোহাতে হয়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে ভোগান্তি পোহাতে হতো। শ্রমিকরা তার কর্মস্থলে যেতে কষ্টকর ছিল। এখন সংস্কার কাজ শেষ হলে, সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে।
Facebook Comments